সিলেটের জকিগঞ্জের জামিয়া মোহাম্মদীয়া হাড়িকান্দি টাইটেল মাদ্রাসার শত বার্ষিকী আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন ১৪ ও ১৫ফেব্রুয়ারি বৃহস্পতি ও শুক্রবার মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন শায়খুল হাদীস আল্লামা মকদ্দস আলী ও হাড়িকান্দি মাদ্রাসার শায়খুল হাদীস মাওলানা ফখরুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্য রাখবেন মসজিদুল হারামের মুফতি, আল্লামা শায়খ, ড. আব্দুল্লাহ হামিদ সাম্বো সৌদিআরব। গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন আল্লামা সাইয়্যিদ সালমান নদভী, শায়খ মুফতি মাহমুদ আবিউলা আফ্রিকা, সহ দেশ ও বিদেশের বরেণ্য আলেমগণ বয়ান রাখবেন। সম্মেলন বাস্তবায়নের লক্ষ্যে শুক্রবার জুমার নামাজের পর গন্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। এতে সকলের অংশ গ্রহণ কামনা করেছেন মাদ্রাসার মুহতামিম ও সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক, লন্ডন প্রবাসী হাফেজ মাওলানা এনামুল হক, নির্বাহী মুহতামিম ও সম্মেলন সদস্য সচিব হাফেজ মাওলানা সিদ্দিকুর রহমান।