নিজস্ব প্রতিবেদক: বিয়ানীবাজারে জঙ্গী, মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান করা হয়েছে। জকিগঞ্জ সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার, সুদীপ্ত রায়ের নেতৃত্বে এবং থানার অফিসার ইনচার্জ অবনী শংকর কর সাহেবের সার্বিক সহযোগিতায় বিয়ানীবাজার থানা পুলিশের সমন্বয়ে বিপুল সংখ্যক পুলিশের উপস্থিতিতে অভিযান পরিচালনা করা হয়। এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় জকিগঞ্জ বার্তাকে বলেন বৃহস্পতিবার সকাল ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত থানা এলাকায় জঙ্গী, মাদক ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। পৌর এলাকা, লাউতা, মোল্লারগাও, খাসা, কসবা, জলঢুপ সহ বিভিন্ন স্থানে অভিযান করা হয়।