জকিগঞ্জের সামাজিক ছাত্র-সংগঠন ‘বারহাল ছাত্র পরিষদ’ এর এক দশক পূর্তী উপলক্ষ্যে আগামীকাল বুধবার শাহগলী বাসস্ট্যান্ড সংলগ্ন ‘আরিয়ান মেডিকেল সেন্টারে’র সম্মুখে অনুষ্ঠিত হবে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও স্বেচ্ছায় রক্তদানে উদ্ধুদ্ধকরণ কর্মসূচী ২০১৮ ইং। আয়োজনে : বারহাল ছাত্র পরিষদ। স্থান : আরিয়ান মেডিকেল সেন্টার, F.J COMPLEX (কলেজ রোড),শাহগলী বাজার। অর্থায়নে : আরিয়ান মেডিকেল সেন্টার। সার্বিক তত্ত্বাবধানে : হৃৎপিন্ড, সিলেট।