সংবাদ দাতাঃ ফ্রি মেডিকেল ক্যাম্প, শীত বস্ত্র বিতরণ, আলোচনা সভা, র্যালী আর কেক কাটার মাধ্যমে হাজারো পাঠকের আস্থা ও ভালোবাসায় সিক্ত জকিগঞ্জ নিউজ টুয়েন্টিফোর ডটকমের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে আজ বৃহস্পতিবার। এ উপলক্ষে জকিগঞ্জ প্রেস ক্লাব মিলনায়তনে সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
সিলেট বিএমএর সাধারণ সম্পাদক সিলেট মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. মোর্শেদ আহমদ চৌধুরীর তত্ত্বাবধানে এ মেডিকেল ক্যাম্পে পাঁচ শতাধিক রোগীকে চিকিৎসা প্রদান করেন সিলেট ওসামানী মেডিকেল কলেজের ৯জন বিশেষজ্ঞ চিকিৎসক। ডা. তানজিনা চৌধুরী(শিশু), ডা. সায়েকা রেহনুমা(গাইনী), ডা. জালাল আহমদ চৌধুরী (সার্জারী), ডা. রতন চন্দ্র ভৌমিক মেডিসিন), ডা. জলিল কায়সার খোকন(মেডিসিন), ডা. সনি কুমার সাহা, ডা. শাহনেওয়াজ আহমেদ, ডা. ফাহমিদা আফরিন রুম্পা, ডা. জাকিয়া সুলতানা রুমি রোগীদের চিকিৎসা করেন। জকিগঞ্জ নিউজের ব্যবস্থাপনায় রোগীদের বিনামূল্যে ঔষধও প্রদান করা হয়।
জকিগঞ্জ নিউজ সম্পাদক প্রভাষক আল মামুনের সভাপতিত্বে, আইটি সম্পাদক তরিকুল ইসলাম রাসেল ও জকিগঞ্জ নিউজ পাঠক ফোরামের সাধারণ সম্পাদক এস এম এম শাহাদাত হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ব্যবস্থাপনা সম্পাদক কে এম মামুন। অনুষ্ঠানের শুরুতে উপস্থিত সকলকে ফুল দিয়ে বরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. মোর্শেদ আহমদ চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন জকিগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইকবাল আহমদ, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোবাশশেরুল ইসলাম, জকিগঞ্জ পৌর সভার নব নির্বাচিত মেয়র হাজী খলিল উদ্দিন, উপজেলা চেয়ারম্যান ফোরামের সভাপতি কাজলসার ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ বাহাদুর, বীরশ্রীর চেয়ারম্যান আব্দুস সাত্তার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার খালেদ আহমদ, জকিগঞ্জ প্রেস ক্লাব সভাপতি কলামিস্ট এমএ মালেক চৌধুরী, সাধারণ সম্পাদক আবুল খায়ের চৌধুরী, মৎস্য কর্মকর্তা আনিস আনিসুর রহমান, জকিগঞ্জ প্রবাসী ঐক্য পরিষদের তথ্য ও গবেষণা সম্পাদক সেলিম আহমদ চৌধুরী, জকিগঞ্জ বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল জব্বার জবাই মিয়া।
মতামত ও পরামর্শ প্রদান করেন পৌর কাউন্সিলর দেলোয়ার হোসেন নজরুল, শাহাব উদ্দিন তাপাদার শাকিল, খেলাফত মজলিস সিলেট জেলার সহ সাধারণ সম্পাদক মাওলানা মখলিসুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম আহবায়ক এমএজি বাবর, নাসিম আহমদ, পৌর আওয়ামীলীগ সভাপতি হাজী শামসুদ্দিন, সাধারণ সম্পাদক মোসলেহ উদ্দিন সুহেল, উপজেলা জাতীয় পার্টির সাবেক সদস্য সচিব নুমান আহমদ, আঞ্জুমানে আল ইসলাহ জকিগঞ্জ উপজেলার প্রচার সম্পাদক মাওলানা ফদ্বলুর রহমান, জমিয়তে উলামায়ে ইসলামের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা জামিল আহমদ, জকিগঞ্জ নাগরিক ঐক্য পরিষদ আহবায়ক ফারুক আহমদ, পূজা উদযাপন পরিষদ সাধারণ সম্পাদক সঞ্জয় চন্দ্র নাথ, জকিগঞ্জ বার্তার সম্পাদক এনামুল হক মুন্না, জকিগঞ্জ টুডের সহ সম্পাদক আল হাসিব তাপাদার, প্রভাষক রফিকুল ইসলাম, প্রবাসী ফারুক আহমদ,প্রাথমিক শিক্ষক নেতা আব্দুল খালিক প্রমুখ।
উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ফখরুল আলম, জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সফিকুর রহমান খান, কাউন্সিলর আসদ্দর আলী, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মোস্তাকিম হায়দার, মুফতি আবুল হাসান, অধ্যক্ষ আজির উদ্দিন, জকিগঞ্জ নিউজ পাঠক ফোরামের সভাপতি প্রধান শিক্ষক কুতুব উদ্দিন, সাংগঠনিক সম্পাদক রাইয়ান মাহমদ চৌধুরী, পৌর যুবলীগ সভাপতি এম এ সালাম, কবি হাবিবুল্লাহ মিসবাহ, কবি রুহুল আমিন ছালিক, এমকে আই ডালিম, আব্দুস সবুর, বাবর হোসেইন চৌধুরী। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন জকিগঞ্জ স্টুডেন্ট অর্গানাইজেশন অব সাস্টের সদস্য কামরুজ্জামান।
অনুষ্ঠানে শীতার্ত মানুষের হাতে অতিথিবৃন্দ শীতবস্ত্র তুলে দেন। বর্ষপূর্তিতে জকিগঞ্জ নিউজের কালীগঞ্জ প্রতিনিধি শাহীন তালুকদারকে সেরা প্রতিনিধির পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ প্রতিষ্ঠা বার্র্ষিকীর কেক কাটেন এবং উৎসব র্যালীতে অংশ নেন।