নিজস্ব প্রতিবেদকঃ এবার এইচএসসি পরীক্ষায় জকিগঞ্জ উপজেলার মধ্যে পাশের হারে শীর্ষে রয়েছে গুরুসদয় স্কুল এন্ড কলেজ। পাশের হার ৮৭.৫০। তবে পাশের হার ৪০.৯৮ নিয়ে শেষে আছে লুৎফুর রহমান স্কুল এন্ড কলেজ।
গুরুসদয় স্কুল এন্ড কলেজে এবার ৫৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে পাশ করে ৪৯ জন। অন্যদিকে লুৎফুর রহমান স্কুল এন্ড কলেজে ১২২ জন পরীক্ষার্থী অংশগ্রহন করে পাশ করে ৫০ জন।
পাশের হারে শীর্ষে অবস্থানকারী গুরুসদয় স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ বিবেক বিহারী বিশ্বাস জকিগঞ্জ বার্তাকে বলেন,
কলেজের এমন ফলাফলে সবচেয়ে বেশি অবদান শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীদের। তবে তাঁর চেয়েও বেশি অবদান রয়েছে কলেজের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মাসুক উদ্দিনের।
গুরুসদয় স্কুল এন্ড কলেজের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন জকিগঞ্জ বার্তাকে বলেন,
কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও কমিটির সকলের সমন্বিত চেষ্টায় এমন ফলাফল সম্ভব হয়েছে। তিনি এই কলেজের শিক্ষার্থীসহ উপজেলার সকল শিক্ষার্থীদেরকে অভিনন্দন জানিয়েছেন।
পাশের হারের ক্রমানুসারে জকিগঞ্জের এবারে কলেজগুলোর তালিকাঃ
- গুরসদয় স্কুল এন্ড কলেজ (৮৭.৫০)
- বারহাল ডিগ্রী কলেজ (৮৪.৯৫)
- ইছামতি ডিগ্রী কলেজ (৮১.৮২)
- হাফসা মজুমদার মহিলা ডিগ্রী কলেজ (৭৬.৯৮)
- জকিগঞ্জ সরকারী কলেজ (৬১.৫৪)
- শাহবাগ স্কুল এন্ড কলেজ (৬৬.৬৭)
- গোলাম মোস্তফা চৌধুরী একাডেমী স্কুল এন্ড কলেজ (৫৯.০৯)
- গণিপুর কামালগঞ্জ স্কুল এন্ড কলেজ (৫৫.৮৮)
- লুৎফুর রহমান স্কুল এন্ড কলেজ (৪০.৯৮)