প্রকাশিত হয়েছে : ১:০৩:০৫,অপরাহ্ন ১৭ নভেম্বর ২০১৯ | সংবাদটি ৮৪ বার পঠিত
জকিগঞ্জ বার্তা
জকিগঞ্জ বাজারের প্রবীণ ব্যবসায়ী, পৌর এলাকার পঙ্গবট গ্রাম নিবাসী নোমান আহমদ ককাই মিয়া (৬৫) আজ রাত পৌনে ১২টার দিকে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন।ইন্নালিল্লাহী……রাজিয়ুন। তিনি ৪ছেলে, ৩মেয়ে সহ অনেক আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।