নিজস্ব প্রতিবেদক: ২৮শতক ভূমির উপর প্রতিষ্ঠিত জকিগঞ্জ পাবলিক লা্ইব্রেরী জকিগঞ্জ বাজারে অবস্থিত। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় ছিল পাবলিক লাইব্রেরীর কার্যনির্বাহী কমিটির সভা। লাইব্রেরী সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোবাশশেরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন সহ-সভাপতি আব্দুর নূর, অর্থ সম্পাদক এনামুল হক মুন্না, লাইব্রেরীয়ান মো: শরীফুজ্জামান, মহিলা সম্পাদিকা হোসনে জাহান রিনা ও তথ্য ও গবেষষণা সম্পাদক জামাল উদ্দিন হাসান বান্না প্রমূখ। সভা পরিচালনা করেন লাইব্রেরী সাধারণ সম্পাদক কাজী লুৎফুল করিম।
সভার কার্যসূচির মধ্যে ছিল, লাইব্রেরীর সার্বিক বিষয় অবহিত করা, সম্প্রতি ঝড়ে পড়ে যাওয়া গাছ কাটা, ইউনিয়ন পরিষদের ভাড়া আদায়সহ নানা গুরুত্বপূর্ণ বিষয়। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার বলেন, পাবলিক লাইব্রেরীর উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে। পাঠক বৃদ্ধির উপর তাগিদও দেন তিনি।