জকিগঞ্জ পৌরসভায় ভূট্টা বাগান পরিদর্শন ও মাঠ দিবস পালন করা হয়েছে। পৌর এলাকার ৫নং ওয়ার্ডের বিশিষ্ট রাজনীতিবিদ ও ব্যবসায়ী আব্দুল গণির ভূট্টা বাগান পরিদর্শন শেষে এক সভা উপজেলা কৃষি কর্মকর্তা বিজয় কৃষ্ণ হালদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পৌরসভার মেয়র হাজী খলিল উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন অফিসার, ওয়ার্ড কাউসিলর আব্দুল জলিল, মধুদত্ত প্রাথমিক বিদ্যলয়ের প্রধান শিক্ষক বুরহান উদ্দিন। স্বাগত বক্তব্য দেন প্রদর্শনী চাষী আব্দুল হান্নান রুবেল। চাষকৃত ভূমিতে ভূট্টার বাম্পার ফলন হওয়ায় অতিথি বৃন্দ আব্দুল গণি ও তার ছেলে তরুণ কৃষক আব্দুল হান্নান রুবেল কে ধন্যবাদ জানান। বক্তারা উপস্থিত সকল কৃষক কে ভূট্টা ফলন করতে এগিয়ে আসার আহ্বান জানান।