নতুনভাবে কেউ চাইলেও রাবেলের চিকিৎসায় শরীক হতে পারবেন। আপনারা আপনাদের টাকা পরিশোধের পর এই লিস্টে আপডেট দেখতে পারবেন। নতুন কেউ প্রদান করলে তাও আপডেট করা হবে।
যেহেতু দেশ বিদেশের অনেকে বিভিন্ন মাধ্যমে পরিশোধ করতে চাইবেন। তাই সকলের সুবিধার্থে নিম্নে পরিশোধের মাধ্যমগুলো উল্লেখ করা হলো।
১।
#ব্যাংক হিসাবঃ
হিসাবের নামঃ Abdul Maleque Anis
সেভিংস হিসাব নং 1751101159101
ব্যাংকের নাম ও শাখাঃ পুবালি ব্যাংক লিমিটেড, কালিগঞ্জ শাখা।
#ব্যাংক হিসাবঃ
হিসাবের নামঃ Md Maruf Ahmed
সেভিংস হিসাব নং 1751101151269
ব্যাংকের নাম ও শাখাঃ পুবালি ব্যাংক লিমিটেড, কালিগঞ্জ শাখা।
২। বিকাশ
Personal 01795352016, 01734622116 বিকাশে ক্ষেত্রে খরচ সহ পাঠাবেন।
পিন নাম্বারে কেউ টাকা পাঠাতে চাইলে Abdul Maleque Anis, Md Maruf Ahmed এই নাম দুটির যে কোন একটি ব্যবহার করতে পারেন অথবা প্রবাসি বাস্তবায়ন পরিষদের যে কোন সদস্যের নামে পাঠাতে পারেন। অন্য কোন মাধ্যমে পাঠালে আমাদের জানাবেন যেহেতু আমরা সকলের টাকার আয় ও ব্যায়ের স্বচ্ছতা নিশ্চিত সাপেক্ষে কাজ করছি।
এ বিষয়ে জানতে চাইলে প্রবাসি কল্যান পরিষদের সভাপতি আমেরিকা প্রবাসী আবু তাপাদার, সাংগঠনিক সম্পাদক ফ্রান্স প্রবাসি সালাউদ্দিন জালাল কিংবা দেশের পরিচালনা পরিষদের সভাপতি আব্দুল মালিক আনিছ সহ সংশ্লিষ্টদের কাছ থেকে জানতে পারবেন।
একজন অসহায় রোগীর পাশে দাড়ানোর জন্য আমরা সকলের জন্য প্রান ভরে দোয়া করি। মহান সৃষ্টিকর্তা যেন আপনাদেরকে উত্তম পুরস্কার প্রদান করেন।