এবারের এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের জন্য তারুণ্য ছাত্র ঐক্য পরিষদ ফ্রি কোচিং এর ব্যবস্থা করেছে। এ জন্য রেজিস্ট্রেশন চলছে। কোচিং। কোচিং এর স্থান: ৬ নং সুলতানপুর ইউপি ভবন, বাবুর বাজার, জকিগঞ্জ, সিলেট। তবে শুধু মাত্র রেজিঃ ফি- ৫০ টাকা নেওয়া হবে। রেজিঃ শেষ তারিখ- ২০ নভেম্বর ২০১৮। ক্লাস শুরু – ২১ নভেম্বর ২০১৮।
রেজিস্ট্রেশন ফরম প্রাপ্তি স্থান- ★হাবিবীয়া লাইব্রেরী,বাবুর বাজার। ★মা স্টেশনারী,রেইনবোর নিচতলা,জকিগঞ্জ বাজার । (বি:দ্র: ফরম ফি ৫০ টাকা ছাড়া আর কোন ফি দিতে হবে না)
সার্বিক যোগাযোগ: শান্ত পাঠোয়ারি; ০১৭৮৯৩৬৯৩৬৭